শিরোনাম

ভোলায় শব্দ দূষণের অপরাধে ৩ পরিবহন অর্থদন্ডে দন্ডিত

 

নিরপেক্ষ

ভোলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়।

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে,সোমবার(২৯ ডিসেম্বর’২৫) পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম.রুহুল আমিন।

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ণ বাজিয়ে শব্দদূষণ করার অপরাধে তিনটি পরিবহনকে অর্থদন্ড প্রদান করেন।

ভোলা টু চরফ্যাশন মহাসড়কে চলাচলকারি যমুনা এক্সপ্রেস(চট্রোমেট্রো-ব-১১-০৬৩২) এর চালক মোঃ শাজাহান(৪৫)কে হাইড্রোলিক হর্ণ বাজিয়ে শব্দদূষণ করার অপরাধে নগদ ১ হাজার টাকা,শ্যামলী পরিবহন(ঢাকা-মেট্রো-১-১৫-০৩৭২) এর চালক মোঃ আব্বাস(৩৫)কে নগদ ১ হাজার ৫ শত টাকা এবং ১টি সাধারন পরিবহন(পিকআপ)ঢাকা-মেট্রো-ভ-১১-৭৫৪৮ এর চালক মোঃ ইউসুফ(৪৫)কে নগদ ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান পূর্বক হর্ণগুলো জব্দ করেন মোবাইল কোর্ট।

দুপুর ১.০ টা থেকে প্রায় পৌনে দুটো পর্যন্ত চলা মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ভোলা সদর থানা পুলিশের একদল সদস্য।

উল্লেখ্য এ সময় বিভিন্ন পরিবহনে শব্দদূষণ বিরোধি সচেতনতামুলক লিপলেট বিতরন করে পরিবেশ অধিদপ্তর।

ফেসবুকে লাইক দিন