ভোলায় নিষেধাজ্ঞা কালীন ক্ষুদ্র জেলেদের ন্যায্য সহায়তা নিশ্চিত করণে কোস্ট ফাউন্ডেশনের সেমিনার

এ.সি.ডি.অর্জুন
“শুধু নিষেধাজ্ঞা নয়,নিরাপদ বিকল্প জীবিকা চাইঃ ক্ষুদ্র জেলেদের ন্যায্য সহায়তা নিশ্চিত করুন” এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনে অনুষ্ঠিত হল একটি সেমিনার।
সোমবার(২০ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।
প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী মোবাশ্বেরুল্যা চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি বলেন “নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময় জেলেদেরকে চাল দিয়ে তেমন উল্লেখ যোগ্য উপকার নেই। কেননা চালের পরিমান যতই বাড়িয়ে দেন তাদের সংসারের অন্যান্য ব্যয় মিটানোর জনই তারা নদীতে নামতে বাধ্য হচ্ছে। তাই ঐ সময়ে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে পারলেই এর বাস্তব মম্মত সমাধান আসবে”।
কোস্ট ফাউন্ডেশনের ডেপুটি নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারের শুরুতে নিষেধাজ্ঞার সময় ক্ষুদ্র মৎস্যজীবিদের সমস্যা গুলো তুলে ধরেন সাংবাদিক নজরুল হক অনু,নেয়ামত উল্যা,শিমুল চৌধুরী,অর্জুন ও ছোটন সাহা এবং মারিও মুক্তি মন্ডলসহ বেশ কয়েজন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন ইউপি সদস্য সহ বিভিন্ন ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য বিকল্প আয়ের পথ বের করার উপর গুরুত্বারোপ করেন এবং প্রচলিত চাল দেয়ার পরিবর্তে নগদ টাকা দেয়ার পরামর্শ ও মতামত প্রদান করেন।
তারা বলেন নগদ টাকা পেলে যেমন জেলেদের সংসারে অন্যান্য খরচ মিটবে তেমনি চাল বিতরণের দুর্ণীতিও বন্ধ হবে।
কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোসাম্মত রাশিদা বেগম এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে জেলেদের সমস্যা ও সমাধান বিষয়ে অন্যান্যের মধ্যে মতামত প্রদান করেন কোস্টগার্ড অফিসার মোঃ ফিরোজ আলম ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হামান ভুঁইয়া।
কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলা কার্যালয়ে প্রায় ৩ ঘন্টা ব্যাপী চলা সেমিনারে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন।

