ভোলার বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে অর্থদন্ডসহ গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত

নিরপেক্ষ
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ৩ টি অবৈধ ইটভাটায় অভিযান করেন ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট।
ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীউল ইসলাম ইসকেম ও মোঃ জয়নাল আবেদীন।
বুধধবার(২৪ডিসেম্বর’২৫)পরিচালিত মোবাইল কোর্ট প্রথমে বোরহানউদ্দিনের হাকিমুদ্দিনে দালালপুর বাজার এলাকায় অবস্থিত মোঃ জসীম উদ্দিন হাওলাদার এর মালিকানাধীন মেসার্স এস এন এস ব্রিকসটি অবৈধভাবে চালানোর অপরাধে নগদ ২লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন।
অন্যদিকে একই অপরাধে কুঞ্জের হাটের পদ্মামনসা এলাকায় অবস্থিত মোঃ বেলায়েত হোসেন এর মালিকানাধীন মেসার্স রাকিব ব্রিকসকে নগদ ৫ লক্ষ টাকা এবং একই এলাকায় অবস্থিত মোঃ নাফিউল ইসলাম মোল্লা এর মালিকানাধিন মেসার্স মোল্লা ব্রিকসকে নগদ ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন মোবাইল কোর্ট।
এডি তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট অর্থদন্ড প্রাপ্ত প্রতিটি ইটভাটার ড্রাম,চিমনী গুঁড়িয়ে ও আগুন নিভিয়ে দিয়ে এবং কাঁচা ইটগুলোকে ফায়ারসার্ভিসের মেশিন দ্বারা ধংস করার মাধ্যমে ভাটার কার্যক্রম বন্ধ করেন।
সকাল ১০ টা থেকে বিকাল সারে ৪ টা পর্যন্ত চলা মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ভোলা পুলিশ লাইনস ও বোরহানউদ্দিন থানা পুলিশের ২টি দল ও নৌবাহিনীর একদল সদস্য এবং বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের এক দল সদস্য।
এ সময় ইটভাটাগুলোর মালিক-কর্মচারীসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে তোতা মিয়া বলেন,”এধরনের অভিযান অব্যাহত থাকবে”।

