শিরোনাম

ভোলার লালমোহনে ৯ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করল প্রশাসন

 

নিরপেক্ষ 

ভোলা জেলার লালমোহন উপজেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রেতা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোট বা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার(৩০ ডিসেম্বর’২৫)পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন লালমোহন উপজেলার সহকারি কমিশনার(ভূমি)মোঃ রেজওয়ানুল হক।

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোট উপজেলার উত্তর বাজার সংলগ্ন বলাকা গলিতে অবস্থিত মেসার্স রহিম স্টোর থেকে ৯কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেন।

এসময় দোকানের মালিক আঃ রহিমকে পাওয়া যায়নি বলে কোনরুপ দন্ড প্রদান করা হয়নি বলে জানায় পরিবেশ অধিদপ্তর।

দুপুর ১২.২০ টায় পরিচালিত মোবাইল কোটকে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন লালমোহন থানার একদল পুলিশ সদস্য।

এসময় তোতা মিয়া বলেন,”পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।

ফেসবুকে লাইক দিন