শিরোনাম

ভোলার মনপুরায় জরুরি স্বাস্থ্যসেবার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স দিলেন নৌপরিবহন উপদেষ্টা

 

নিরপেক্ষ

বাংলাদেশ সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন এর উদ্যোগে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভোলা জেলার মনপুরা উপজেলার উপকূলীয় ও দুর্গম চরাঞ্চলে বসবাসকারী মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে একটি আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে মনপুরা উপজেলাধিন রামনেওয়াজ লঞ্চঘাটে উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে ওয়াটার অ্যাম্বুলেঞ্চটি হস্তান্তর করেন নৌপরিবহন উপদেষ্টা।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে উপদেষ্টা সাখাওয়াত বলেন,”জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে নামকরণ করা “শহীদ ওসমান হাদী ওয়াটার অ্যাম্বুলেন্স” এর মাধ্যমে নদী ও সাগরবেষ্টিত মনপুরার দুর্গম এলাকায় রোগী পরিবহন,জরুরি চিকিৎসা সহায়তা প্রদান এবং দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে”।

তিনি আরো বলেন,”হাদির নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতকল্পে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। শহীদ ওসমান হাদী ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একজন আপসহীন ও সাহসী কণ্ঠস্বর। তাঁর আত্মত্যাগ ও আদর্শ মানবিক সমাজ গঠনে আমাদের অনুপ্রেরণা যোগায়। উপকূলীয় মানুষের জীবন রক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের মতো মানবিক উদ্যোগের সঙ্গে তাঁর নাম যুক্ত করতে পেরে আমরা গর্বিত।

উপদেষ্টা বলেন,সরকার উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জনগণের মৌলিক অধিকার,বিশেষ করে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নদী ও সাগরনির্ভর জনপদের বাস্তবতা বিবেচনায় রেখে ওয়াটার অ্যাম্বুলেন্সের মতো উদ্যোগ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করছি”।

ওয়াটার অ্যাম্বুলেন্সটি হস্তান্তরকালে নৌপরিবহন উপদেষ্টা শহীদ শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয় ও মনপুরা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

ফেসবুকে লাইক দিন