শিরোনাম

ভোলায় দুর্যোগ মোকাবেলায় ব্র্যাকের জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন(জিহা) প্রকল্প শুরু

 

 এ.সি.ডি.অর্জুন

দুর্যোগকালিন মানবাধিকার সুরক্ষা ও জেন্ডার সমতার ভিত্তিতে দুর্যোগ মোকাবেলা করার লক্ষে ভোলায় শুরু হচ্ছে জেন্ডার ইন হিউম্যানেটেরিয়ান অ্যাকশন বা জিহা প্রকল্পের কাজ।

দেশের বিশ্বখ্যাত বেসরকারি সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত প্রকল্পটির ভোলা জেলার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান।

বুধবার(১০ ডিসেম্বর)মহিলা বিষয়ক অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,”বরাবরের মতোই ব্র্যাক দুর্যোগ প্রবন এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাই আমি মনে করি জিহা প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলা জেলার দুর্যোগ মোকাবেলায় জেন্ডার সমতা ও নারীদের সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে”। ডিসি বলেন,আমি দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ে থাকাকালিন ব্র্যাকের সাথে অনেক কাজ করেছি। তাই জিহা প্রকল্পটি বাস্তবায়নে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করতে পারবো”।

ব্র্যাকের জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাস প্রকল্পের প্রজেক্ট লিডার আব্দুল লতিফ খান কর্তৃক ভোলার কার্যক্রমের বিস্তারিত ব্যাখ্যার পর প্রকল্পটির সম্পর্কে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন অংশগ্রহণকারী বক্তাগণ।

ভোলায় প্রকল্প বাস্তবায়ন কমিটির কো চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ খালেদা খানম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন ডাঃ মুহাঃ মনিরুল ইসলাম,সমাজ সেবার উপ পরিচালক রজত শুভ্র সরকার,জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এবং অংশগ্রহণকারী বেশ কয়েকজন সদস্য।

প্রকল্পটির জেন্ডার এন্ড ইনক্লুশন স্পেশালিস্ট মর্জিনা খাতুন কর্তৃক প্রজেক্টরের মাধ্যমে জিহা প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরার পর উপস্থিত বক্তারা সকলেই জিহা বাস্তবায়নে ভোলার নারীরা দুর্যোগ মোকাবেলায় অধিক পারদর্শী হয়ে উঠবে এবং পুরুষের সমান কাজ করতে পারবে বলে আশা ব্যক্ত করেন।

প্রকল্প সমন্বয়কারী রেখা ইয়াছমিন এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে মতামত প্রদান করেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম,সাংবাদিক অর্জুন,বাসা সংস্খার নির্বাহী পরিচালক রিংকু বেগম সহ ভোলা জেলার প্রতিটি উপজেলা থেকে আগত প্রায় ৪০ জন নারী অংশিজন।

উল্লেখ্য আপাতত ভোলা,সিরাজগঞ্জ,সুনামগঞ্জ, সিলেট,কুমিল্লা,নোয়াখালী,ফেনী ও চট্টগ্রাম সহ মোট ৮টি জেলায় স্থানীয় ভাবে জিহা ওয়ার্কিং গ্রুফ গঠন করা হবে বলে জানান প্রকল্প লিডার।

দিন ব্যাপী চলা উদ্বোধনী অনুষ্ঠানের শেষ ভাগে দেয়ালে পৃথিবী বদলাই সিরোনামের দেয়ালে নারীর সক্ষমতা বৃদ্ধির পক্ষে জোড়ালো মন্তব্য লিখে এবং অংশিজনদের সাথে ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন প্রধান অতিথি।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোঃ তাজবিহুল ইসলাম ইসকেম ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্খিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন