১৬বছর পর নতুন করে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু, প্রায় ১০% পরিক্ষার্থী অনুপস্থিত

এ.সি.ডি.অর্জুন
সারা দেশে একযোগে শুরু হলো ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের মেধা যাচাইমুলক জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫।
রবিবার(২৮ ডিসেম্বর) বাংলা পরিক্ষার মাধ্যমে শুরু হওয়া ৪দিন ব্যাপী অনুষ্ঠিতব্য পরিক্ষার প্রথম দিন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি কক্ষে উল্লেখ যোগ্য হারে পরিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
দীর্ঘ ১৬ বছর পর নতুন করে শুরু হওয়া বৃত্তি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার(অতিঃদাঃ)মোঃ আজাহারুল হক।
কেন্দ্র পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে ইউএনও আরিফুজ্জামান বলেন, “তিব্র শীত বা বৈরি আবহাওয়া অথবা ভালো প্রস্তুতির অভাবজনিত কারনে বেশ কিছু সংখ্যক পরিক্ষার্থী অনুপস্থিত থাকলেও পরিক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ভালো।
তিনি বলেন,দীর্ঘ ১৬ বছর পর নতুন করে জুনিয়র বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকদের মধ্যেও শিক্ষা সচেতনতা বৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। আমরা আশা করি এধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে”।

সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা পরিক্ষা সম্পর্কে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) অনিন্দ্য মন্ডল এর দেয়া তথ্য মতে ভোলা জেলায় মোট ৭ টি কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে মোট পরিক্ষার্থী ৩ হাজার ৯শ ৮২ জন হলেও শেষ পর্যন্ত পরিক্ষায় অংশগ্রহণ করে ৩ হাজার ৫শ ৯৫ জন এবং অনুপস্থিত পরিক্ষার্থী সংখ্যা ৩ শ ৮৭ জন। যা মোট পরিক্ষার্থীর শতকরা ৯.৭১ ভাগ।
উল্লেখ্য ভোলা সরকারি স্কুল কেন্দ্রে ১০০২ জনের মধ্যে ৮৯৬ জন ৮ম শ্রেনীর পরিক্ষার্থী অংশগ্রহণ করলেও মাদ্রাসা বোর্ডের পরিক্ষার্থীদের পূর্ণ তথ্য পাওয়া যায়নি।

