শিরোনাম

ভোলায় সরকারি কর্মকর্তা-কর্মচারি ও তাদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের সমন্বয়ে ভোলায় অনুষ্ঠিত হল জেলা পর্যায়ে ৩২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।

সোমবার(২২ ডিসেম্বর’২৫) অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান। উদ্বোধনী ভাষনে জেলা প্রশাসক বলেন,”ক্রীড়া মানুষের জীবনকে সুন্দর,সুশৃঙ্খল ও প্রানবন্ত করে তোলে। ক্রীড়া আয়োজন আমাদের দৈনন্দিন একঘেয়ামী ভেঙ্গে নতুন উদ্দম ও প্রানসঞ্চার করে”।

পবিত্র কোরান তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনের শুরুতে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন ডিসি শামীম রহমান ও স্থানীয় সরকার বিভাগেরর উপপরিচাল মোঃ মিজানুর রহমান।

দ্বিতীয় পর্বে ফেস্টুনসহ বেলুন ও পায়রা উড়িয়ে এবং মশাল জ্বালানোর মাধ্যমে বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

ভোলায় নবনির্মিত অত্যাধুনিক গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিন ব্যাপী চলা এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে কয়েকটি খেলা উপভোগ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ বেলাল হোসেন, রাজস্ব মোঃ রাজিবুল ইসলাম,অতিরুক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান,এনডিসি তাজবিহুল ইসলাম ইসকেম ও সহকারী কমিশনারগণ সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ এবং জেলা ক্রীড়া অফিসার সাফাতুল ইসলাম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য জেলা পর্যায়ে সেরা হওয়া ক্রীড়াবিদগণ বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

ফেসবুকে লাইক দিন