ভোলায় ব্র্যাকের প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
দেশের বিশ্বখ্যাত বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে ভোলায় অনুষ্ঠিত হল একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়ন সম্পর্কিত একটি অভিজ্ঞতা বিনিময় সভা।
মঙ্গলবার(৩০ ডিসেম্বর’২৫) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সরকারি জরুরী কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।
ভোলা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি মিজান বলেন,”বিশ্বখ্যাত বেসরকারি সংস্থা ব্র্যাক সরকারের সহযোগি হিসেবে বহুবছর যাবত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিশু শিক্ষায় বড় অবদান রেখে চলেছে। তারই অংশ হিসেবে ভোলা জেলায়ও ব্র্যাক তাদের নিজেদের পরিচালিত প্রাথমিক স্কুলগুলোতে ঝড়ে পরা বা পিছিয়ে পরা শিশুদের প্রাথমিক শিক্ষায় উল্লেখযোগ্য কাজ করছে। ডিডিএলজি বলেন,আমি আশা করি ২০২১ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত চলা ইএমডিসি প্রকল্পের আওতায় পরিচালিত ব্র্যাকের শিক্ষা কর্মসূচি ভোলায় আরো বেশি অবদান রাখতে সক্ষম হবে”।
ব্র্যাক শিক্ষা কর্মসূচির বরিশাল বিভাগীয় ব্যবস্থাবক মোঃ শফিকুল ইসলাম এর মূলপ্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে পরিচালিত সভায় ব্র্যাকের শিক্ষা কর্মসূচি তথা শিশু শিক্ষা বিষয়ে বিশেষ অতিথি হিসেবে ব্র্যাকের শিক্ষা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়মুলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোঃ আব্দুল আল মামুন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজম।

ব্র্যাকের ভোলা জেলা কো-অর্ডিনেটর মোঃ হাফিজুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস সহ বিশেষ ব্যক্তিগণ।
ব্র্যাকের সিনিয়র প্রশিক্ষক মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্খিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অরিন্দ্য মন্ডল,এনডিসি তাজবিউল ইসলাম ইসকেম সহ বেশ কয়েকজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন,ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক মোঃ হারুন অর রশিদ ও স্বপন কুমার নন্দী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথি বৃন্দ।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত সভার শেষ ভাগে ব্র্যাক পরিচালিত স্কুলগুলোতে শিশুদের মাঝে বিনামূল্যে প্রদত্ত উপকরন কর্ণার পরিদর্শন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।
উল্লেখ্য ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় সদর উপজেলায় ৩০ টিসহ ভোলা জেলার ৬টি উপজেলায় মোট ১৯৫ টি এবং কুড়িগ্রাম,গাইবান্ধা,শেরপুর,জামালপুর ও সিলেট জেলাসহ মোট ৩,৮৯১টি স্কুল চলমান রয়েছে। যেখানে সমাজের ঝড়ে পরা ও পিছিয়ে পরা শিশুরা বিনামূল্যে প্রি প্রাইমারী ও প্রাইমারি শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

