ভোলায় ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

দেশের ভূমি প্রশাসন কর্তৃক প্রদত্ব সরকারি সেবা সমূহ সাধারন মানুষের কাছে আরো সহজ ও জনবান্ধব করার লক্ষে ভোলায় অনুষ্ঠিত হলো উপজেলা পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স-২০২৫।

ভোলা সদর উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ডের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় মঙ্গলবার(৬ মে’২৫)অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের(ভার্চুয়ালি)উদ্বোধন করেন বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান(সচিব) এ.জে.এম.সালাহউদ্দিন নাগরী।

ভোলা’র জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে ভোলা জেলার সদর উপজেলা,দৌলতখান উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলা ভূমি অফিস থেকে মনোনিত মোট ৪৫ জন কর্মকর্তা-কর্মচারীকে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি প্রশাসনের মৌলিক বিষয় সমূহ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশাসক নিজেই।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ রাজিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আজাদ জাহান বলেন,”সরকার প্রদত্ব ভূমি ব্যবস্থাপনাকে আরো সহজ করে এবং কম সময়ের মধ্যে ও হয়রানীমুক্ত ভাবে ভূমি সেবা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে পারলেই এটা হবে একটি জনবান্ধব সেবা”।

ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ এর সার্বিক সমন্বয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান; বিভিন্ন তদন্ত প্রতিবেদন,নামজারি রিভিউ/আপিল/রিভিশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ রাজিবুল ইসলাম; ভূমি উন্নয়ন কর আইন-২০২৩ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন(ভার্চুয়ালি)বরিশাল বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার মৃনাল কান্তি দে এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ ও ২০২৪ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর লাভলী ইয়াসমিন।

ভোলা জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সটি সকাল ৯ টায় শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়।

ফেসবুকে লাইক দিন