ভোলায় পিসিসি’র পণ্য বিপণনের ষান্মাসিক উৎপাদক সমাবেশ অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার(পিসিসি)ভোলা সদর উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষে গত ৬ মাস পূর্বে ১৫০ জন সহ মোট ২০৫ জন প্রতিবন্ধী ও তাদের পরিবার তথা কেয়ারগিভারদের মাঝে বিনামূল্যে শস্যবীজ,হাঁস-মুরগী,গরু-ছাগল,সেলাই মেশিনসহ বিভিন্ন উন্নয়ন সামগ্রী বিতরণ করে।
পিসিসির প্রজেক্ট ম্যানেজার খোকন দফো এর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক এ.সি.ডি.অর্জুন ও কাচিয়া ইউনিয়নের মাঠ কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
বাপ্তা পাইলট এলাকায় হাজী মিয়াজী বাড়িতে অবস্থিত পিসিসির থেরাপী সেন্টার মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত সকল উপকারভোগিদের উদ্দ্যেশ্যে বক্তারা বলেন, “পিসিসির দেয়া শস্যবীজ,হাঁস-মুরগী,গরু-ছাগল,সেলাই মেশিনসহ বিভিন্ন উন্নয়ন সামগ্রী ব্যবহার করে আপনারা সাবলম্বি হলে শুধু এই প্রকল্পটি সার্থক হবেনা বরং এই এলাকার প্রতিবন্ধীদেরও জীবনমান উন্নয়ন হবে। তাই আপনারা এসব সামগ্রীগুলোর যথাযত ব্যবহার করবেন”।
ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল(টাই)এর অর্থায়নে পরিচালিত ILPWDVD প্রজেক্টের আওতায় অনুষ্ঠিত সমাবেশে উপকারভোগি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্য থেকে পিসিসির পণ্য পেয়ে নিজেদের সফল হওয়ার গল্প ব্যক্ত করেন জান্নাত বেগম,জাহানারা বেগম,সালমা আক্তার,রেহানা বেগম ও রুপা।
পিসিসির মাঠ কর্মকর্তা মোঃ নাইম ও স্নিগ্ধা মিত্র এর সার্বিক ব্যবস্থাপনায় সোমবার(১৯মে) অনুষ্ঠিত সমাবেশের শেষ ভাগে পিসিসির দেয়া পণ্য ব্যবহার করে সফল হওয়া ঐ ৫ জন প্রতিবন্ধী নারীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।