ভোলায় সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো ভূমি মেলা

 

এ.সি.ডি.অর্জুন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় তিনদিন পূর্বে শুরু হওয়া ভূমি মেলা-২০২৫ শেষ হলো সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে।

মঙ্গলবার(২৭মে)বিকাল ৪ টায় অনুষ্ঠিত ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ রাজিবুল ইসলাম।

ভূমি মেলার বর্ণাঢ্য আয়োজনের সমাপনী ভাষনে প্রধান অতিথি বলেন,”সকলের সহযোগিতায় ভোলায় একটি সফল ও সুন্দর ভূমি মেলা উদযাপন করা সম্ভব হয়েছে। আমি আশা করি এই মেলার মাধ্যমে ভোলার ভূমি সেবা গ্রহিতাদের অনেক উপকার হয়েছে”।

তিনি মেলা আয়োজনের সাথে জড়িত সদর উপজেলার ইউএনও,এসিল্যান্ড,ইউনিয়ন ও পৌর ভূমি অফিসারগণসহ ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহিতাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলার সার্বিক ব্যবস্থাপক ও সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)আহসান হাফিজ,আরডিসি লাভলী ইয়াসমিন ও ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান সহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ এবং সদর উপজেলা ভূমি অফিসের নাজির ইউছুফ হাসানসহ বিভিন্ন পর্যায়ের ভূমি কর্মকর্তা-কর্মচারীগণ।

সহকারী ভূমি কর্মকর্তা অতনু করমজাই এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের শেষ ভাগে মেলা উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

উল্লেখ্য ভূমি ব্যবস্থাপনা বিষয়ের ওপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করে ভোলা কালেক্টরেট স্কুলের ৯ম শ্রেনীর শিক্ষার্থী সাহারা আক্তার মুন্নি,একই স্কুলের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ইশরাত জাহান অর্পা ২য় এবং তৃতীয় স্থান অর্জন করে সরকারি বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী ফাতেমা আক্তার।

 

 

ফেসবুকে লাইক দিন