নির্বাচনী প্রস্তুতি শুরু করল ভোলা জেলা আনসার ও ভিডিপি

ভোলা প্রতিনিধিঃ
বর্তমান অন্তর্বর্তী কালিন সরকারের ঘোষনা মতে আগামী ফেব্রুয়াী ২০২৬ এ হতে যাচ্ছে দেশের ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বান। আর সেলক্ষেই বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশ মতে ভোলা জেলা আনসার ও ভিডিপি সারা দেশের সাথে এক যোগে শুরু করল অস্ত্রধারী আনসারদের প্রশিক্ষণ।
বুধবার(২৭ আগস্ট’২৫) ভোলা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা আনসারদের মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদ বিন মামুন।
এ সময় জেলা কমান্ড্যান্ট বলেন,”দেশ এখন নির্বাচনের মহাসড়কে। তাই বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষে সম্পূর্ণ নতুন সদস্যদের এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
তিনি বলেন,”ভোলা জেলায় এখন পর্যন্ত নির্ধারিত ৫৫৬ টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে নির্বাচন চলাকালিন ১৩ জন আনসার নিয়োগ দেয়া হবে। যাদের মধ্যে ৩ জন থাকবেন অস্ত্রধারী।
অস্ত্রধারী প্রত্যেক আনসারের কাছে ৬ রাউন্ড গুলিসহ একটি শর্টগান থাকবে। যা তারা শুধুমাত্র উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশক্রমে ফায়ারিং করতে পারবেন। তাই এসব অস্ত্রধারীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী দায়ীত্ব পালনের জন্য সার্বিকভাবে প্রস্তুত করে তোলা হবে”।
এ সময় জেলা ও উপজেলা আনসার ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দুই সপ্তাহ(১৪দিন)ব্যাপী চলা প্রশিক্ষণের প্রথম ধাপে ১০৩ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন। এভাবে ৮টি ধাপে প্রয়োজনীয় সংখ্যক আনসারদের প্রশিক্ষণ প্রদান করা হবে।